৭১তম আন্তর্জাতিক সেঞ্চুরির (International Century) জন্য অপেক্ষা আরও বাড়ল। মোহালিতে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে শততম টেস্ট খেলতে নেমে ৪৫ রান করে আউট হয়ে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। লাসিথ এমবালডেনিয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরলেন তিনি।
এদিন আরও একটি মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট। টেস্ট ক্রিকেটে (Test Cricket) ৮০০০ রান করে ফেললেন তিনি। এদিন হনুমা বিহারির সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ করেন বিরাট। কিন্তু লাসিথ এলবালডেনিয়ার ডেলিভারিতে আউট হয়ে ফেরেন তিনি।
আরও পড়ুন: শততম টেস্ট খেলতে নামার আগে বিরাট কোহলিকে সম্বর্ধনা দিল বোর্ড
এদিন ম্যাচের শুরুতে শততম টেস্টের জন্য বিরাটকে সংবর্ধনা দেওয়া হয়। কোচ রাহুল দ্রাবিড় তাঁর হাতে একটি স্মারক তুলে দেন। মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাও।