নিজেদের শততম টেস্ট(100th Test Match) সম্পর্কে আবেগ থাকে কমবেশি প্রত্যেক ক্রিকেটারের। শততম টেস্টের জার্সি থেকে শুরু করে অনেক কিছুই নিজেদের কাছে রাখেন তাঁরা। কিন্তু এ ব্যাপারে ছক ভাঙলেন বিরাট কোহলি(Virat Kohli)। নিজের শততম টেস্টের জার্সি উপহার দিলেন তাঁর এক বিশেষ সক্ষম ভক্তকে(specially-abled fan)।
জানা গেছে, কোহলির ওই ভক্তের নাম ধরমবীর(Dharamveer Pal)। তবে তিনি যে সে ভক্ত নন। ভারতীয় দলের 'টুয়েলভ ম্যান'(12th man of Team India) বলা যেতে পারে এই ধরমবীরকে। কোভিডের(Covid-19) আগেও ভারতের ম্যাচে তাঁকে প্রায়ই দেখা যেত। বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকতেন ধরমবীর(Dharamveer Pal)।
আরও পড়ুন- Shane Warne: শেন ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সুনীল গাভাস্কর
টিম বাসে ওঠার সময় ধরমবীরকে শততম টেস্টের জার্সি উপহার দেন বিরাট(Virat Kohli)। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। উল্লেখ্য, শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্ট তথা তাঁর শততম টেস্টে মাত্র পাঁচ রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় বিরাটের(Virat Kohli)।