টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু বিরাটের অবদান ভোলা কি এত সহজ! দেশের সাফল্যে তাঁর ভূমিকা কম নয়। পঞ্চম টেস্টের আগে টিমকে পেপ টক দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ১ জুলাই থেকে শুরু হতে চলেছে অসমাপ্ত সিরিজের নির্ধারক টেস্ট। জিতলে সিরিজ জিতে নেবে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডে এই সিরিজের সময় দেশের নেতা ছিলেন বিরাটই। সেই সিরিজে একটি টেস্ট ড্র হয়েছিল। কিন্তু এখনও ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে ভারত। এই টেস্ট ড্র করলেও সিরিজ জিতে যাবে টিম ইন্ডিয়া। কোভিডের বাড়বাড়ন্তে সেবার বাতিল হয়ে যায় পঞ্চম টেস্ট। এবার সেই টেস্ট খেলবে দুই দল। টেস্টে নামার আগে বৃহস্পতিবার থেকে ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে চারদিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ইংল্যান্ডে প্র্যাকটিস ম্যাচে অনিশ্চিত বিরাট, ছুটিতে আক্রান্ত ছিলেন কোভিডে
মাত্র ১০ মাস কেটেছে। কিন্তু দুই দলেই অনেক পরিবর্তন হয়েছে এই ১০ মাসে। বিরাটের পরিবর্তে টিম ইন্ডিয়ার অধিনায়ক বর্তমানে রোহিত। ওদিকে ইংল্যান্ড টিমে জো রুটের বদলে ইংল্যান্ডের অধিনায়ক হয়েছেন বেন স্টোকস। তাই এই টেস্ট দুই নতুন অধিনায়কের কাছেই এক অন্য লড়াই।