চোট পেয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস খেলার সময় মাঠ থেকে বেরিয়ে যান তিনি। ফিল্ডিংয়ের সময় পায়ে টান লাগে তাঁর। মাঠের পাশেই ভারতীয় দলের ফিজিয়ো তাঁর শ্রুশ্রুষা করেন।
বিরাটের চোট কতটা গুরুতর, তা নিয়ে এখনও কিছু জানায়নি বিসিসিআই। দ্বিতীয় ইনিংসে ৫৬তম ওভারের প্রথম বলের পর মাঠ ছাড়েন বিরাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত হওয়ার পরই এই ঘটনা ঘটে। বিরাট আগামী ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কিনা, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চা-বিরতি পর্যন্ত মাঠে নামেননি বিরাট। রবিবার টেস্ট ক্রিকেটে সাড়ে তিন বছর পর সেঞ্চুরি পান বিরাট কোহলি। ১৮৬ রান করে আউট হন তিনি। রবিবার ম্যাচের পর বিরাটকে শুভেচ্ছা জানিয়ে বিরাটকে শুভেচ্ছা জানান স্ত্রী অনুষ্কা।
আগামী ৩১ মার্চ থেকে আইপিএল শুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নামার কথা বিরাটের। সোমবার সেই নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। রবিবার ব্যাট করার সময়ই কোহলির পায়ে চোট লাগে।