বৃহস্পতিবার সেমিফাইনাল। তার আগে ভারতীয় নেটে হচ্ছেটা কী ! মঙ্গলবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। আর বুধবার চোট পেলেন বিরাট কোহলি। অ্য়াডিলেডের নেটে অনুশীলনের সময় বিরাটের কুঁচকিতে বল লেগেছে বলে জানা গিয়েছে। সেই সময় বিরাটকে বল করছিলেন হর্ষল প্য়াটেল। কিন্তু বিরাট চ্যাম্পিয়ন। খানিকক্ষণের মধ্যেই হাত নেড়ে জানিয়েদেন তিনি ফিট। আবার ফেস করার জন্য দাঁড়িয়ে পড়েন নেটে। বিরাটের এই ইঙ্গিতে স্বস্তিতে ভারতীয় শিবিরও। টিম ম্য়ানেজমেন্টও জানিয়েছে, বিরাটের কিছু হয়নি। মোটেই গুরুতর নয় এই চোট।
মঙ্গলবার অনুশীলনের সময় থ্রো ডাউন নিতে গিয়ে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বল এসে তাঁর হাতে লেগেছিল। রোহিতের চোট এখন অনেকটাই ভাল বলে জানা গিয়েছে। এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে কী হবে কম্বিনেশন ? কে থাকবেন উইকেটের পিছনে ? লড়াই চলছে সেই কার্তিক এবং ঋষভের মধ্যে।
এই পরিস্থিতি স্বস্তি বিরাটকে নিয়ে। ইতিমধ্যেই কোহলির প্রশংসায় ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে, অ্য়াডিলেডে ভারত-ইংল্যান্ড ম্য়াচের আগে দুই ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুলকে কিছু পরামর্শ দিয়েছেন ইংল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তাঁর মতে, টি-টোয়েন্টিতে টেস্টের মতো ব্য়াটিং করছেন দুই ভারতীয় ওপেনার।