এই কয়েকদিন আগের কথা। নিজের ফেসবুকে বসন্তের কথা উল্লেখ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, বসন্ত এমন একটা কাল, যখন নিজেকে প্রকৃতি-পরিবেশের মাঝে মেলে ধরতে ইচ্ছা করে। সেই প্রকৃতি প্রেম কাটিয়ে ফের ক্রিকেটে ফিরছেন তিনি। আইপিএল (Ipl) খেলতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Rcb) দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি (Virat Kohali)। সোমবার রাতে মুম্বইয়ে (Mumbai) হাজির হয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক।
গত বছর ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৩ বছরের বিরাট। একইসঙ্গে ঘোষণা করেছিলেন আইপিএলে আরসিবি অধিনায়কত্ব ছাড়ার কথা। গত আট মরশুম বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন তিনি।
আরও পড়ুন : সম্পত্তির তথ্য লুকিয়ে বিপাকে বরিস, সাত বছরের জেল হতে পারে বেকারের
নতুন নেতা, নতুন মরশুম। ফাফ ডুপ্লেসির নেতৃত্বে মাঠে এবার মাঠে নামবে আরসিবি। আগামী ২৭ মার্চ পাঞ্জাব ম্যাচ দিয়ে শুরু আরসিবির এবারের আইপিএলের অভিযান।