১০২০ দিন পর মাইলস্টোন স্পর্শ। ৭১তম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে একান্ত আলাপচারিতায় মনের আগল খুলে আড্ডা দিলেন বিরাট। জানালেন, এই সাফল্য স্পর্শ করার আগে কী পরিশ্রম তাঁকে করতে হয়েছে।
দেশের দুই সেরা ব্যাটসম্যান ম্যাচের পর বেশ খোলা মেজাজেই আড্ডা দিলেন। বিরাট জানালেন, টিম কতটা তাঁকে জায়গা দিয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁক স্পেশাল ইনিংস নিয়ে প্রশ্ন করতেই বিরাট জানান, এক মাসের বেশি তিনি ব্যাট হাতে নেননি। কিন্তু এশিয়া কাপকে রানে ফেরার মঞ্চ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু আফগানিস্তান ম্যাচে ছয় মেরে সেঞ্চুরি করা! তা নিয়ে কোহলি জানান, এটা সব সময় সম্ভব হয় না। বরং বাউন্ডারি মারতেই তিনি বেশি সচ্ছন্দ।
সামনে অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন বিরাট! বিরাট অধিনায়ক রোহিতের সঙ্গে খোলামেলা আড্ডায় জানালেন, তিনি যদি রান পান, তাহলে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে তা টিমের কাজে লাগবে। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলবে ভারত। বিরাট জানান, এই দুই টিমের সঙ্গে খেলা সত্যি চ্যালেঞ্জিং হবে। কারণ দুই প্রতিপক্ষই বিপক্ষের ড্রেসিংরুমে আতঙ্ক তৈরি করতে পারে।