দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে সিরিজ হেরে ব্যাটিং ব্যর্থতাকে দায়ি করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।
কেপ টাউনে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারের পর ভারত অধিনায়ক বলেন, ‘‘মোক্ষম সময়ে আমাদের মনোসংযোগে চিড় ধরেছে। একাধিক বার এটা হয়েছে। আর ওই সময়গুলোকেই ওরা খুব ভাল কাজে লাগিয়েছে। ওই সময়গুলোতে ওরা বেশি ভাল খেলেছে।"
আরও বলুন: IND v SA: কেপটাউনে সাত উইকেটে হার টিম ইন্ডিয়ার, সিরিজ জয় দক্ষিণ আফ্রিকা
কোহলি বলেন, অস্বীকার করার কোনও জায়গা নেই, বার বার আমাদের ব্যাটিং ব্যর্থ হচ্ছে। বার বার ব্যাটিং মুখ থুবড়ে পড়ছে। এটা খুব একটা ভাল বিষয় নয়। কোনও সন্দেহ নেই, এটাই হারের কারণ। আর কোনও কারণ আমি খুঁজে পাচ্ছি না। ব্যাটিং নিয়ে আমাদের ভাবতেই হবে। এখানে অজুহাতের কোনও জায়গা নেই। ব্যাটিং সত্যিই হতাশাজনক।’’