আইপিএলের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করে বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের তারকা অল-রাউন্ডার রিয়ান পরাগ। মঙ্গলবার ফের নিজের অরেঞ্জ ক্যাপ পুনরুদ্ধার করলেন বিরাট কোহলি।
মঙ্গলবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর মাঠে নেমেই মাইলস্টোন ছুঁলেন বিরাট। সর্বোচ্চ রান করে পুনরুদ্ধার করলেন নিজের কমলা টুপি।
আরও পড়ুন - 'এটা সবে শুরু', নিজের রেকর্ড ভেঙে জানালেন 'দ্রুততম' ময়াঙ্ক, কীসের স্বপ্ন দেখেন তরুণ পেসার ?
আপাতত চারটি ম্যাচে কোহলি ২০৩ রান করেছেন। ফলে তিনি সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে থাকায় পরাগের থেকে ফের ছিনিয়ে নিয়েছেন অরেঞ্জ ক্যাপ।