আইপিএলের (Ipl 2022) আরও একটা ম্যাচ। আর একটা শূন্য বিরাট ব্যাটে। মঙ্গলবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে বিরাট কোহলি (Virat Kohali) শূন্য করতেই প্রশ্ন উঠছে, কেন এমন হচ্ছে তাঁর সঙ্গে। দিন কয়েক আগে বিরাট যখন পর পর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন মনে করা হয়েছিল এবার তাঁর ব্যাটে রানের ফুলঝুড়ি দেখা যাবে। তাঁর ব্যাট শাসন করবে প্রতিপক্ষ বোলারদের। কিন্তু এখনও পর্যন্ত যা অবস্থা তাতে বিরাটকে নিয়ে বেশ হতাশ প্রাক্তনরাও। প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাটে এই আইপিএলে এখনও পর্যন্ত সাত ম্যাচে রান মাত্র ১১৯।
কিন্তু কেন রান নেই বিরাট ব্যাটে ? ভারতের প্রাক্তন কোচ (Formar Indian Coach) রবি শাস্ত্রী (Ravi Shastri) থেকে শুরু করে আর এক প্রাক্তন কেভিন পিটারসেন (Kevin Pitersen) সবাই মনে করছেন অত্যাধিক ক্রিকটের ধকল। যা বিরাটকে ক্লান্ত করে দিয়েছে। রবি শাস্ত্রী বলছেন, "এখনি ক্রিকেট থেকে বিরাটের বিশ্রাম নেওয়া উচিত। কারণ, গত ৬ থেকে ৭ বছর টানা খেলছেন কোহলি। যা শারীরিক ভাবে বিরাটকে ক্লান্ত করে দিয়েছে।"
আরও পড়ুন : ডু-প্লেসিসের ৯৬, হ্যাজেলউডের ৪ উইকেট, আরসিবির কাছে হেরে চারে নামল লখনউ
শাস্ত্রীর সুরই শোনা গেল কেভিন পিটারসেনের গলাতেও। বিরাটকে তাঁর পরামর্শ, এখনই সব ছেড়ে ক্রিকেট ব্যাট তাঁর থেকে দূরে রাখতে। এমনকী, সোশাল মিডিয়া থেকেও বিরাটকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। গত ১৫ বছর ধরে আইপিএল খেলছেন কোহলি। ৬৪০২ রান করে আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান তাঁর ব্যাটে। তবে প্রাক্তনদের আশা, কোহলি ঘুরে দাঁড়াবেন। বিরাট ব্যাটে আবার রান আসবে।