কলকাতাতেও (Kolkata) হতাশ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ইডেনে (Eden) আইপিএলের (Ipl2022) এলিমিনেটরের (Eliminetor) ম্যাচে লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Gaints) বিরুদ্ধে মাত্র ২৫ রান করেই আউট হলেন তিনি। ২৪ বলে তাঁর ২৫ রানে আছে মাত্র দুটি বাউন্ডারি। ফলে, আইপিএলে তাঁর ব্যাটে যে রানে খরা ছিল, এই ম্যাচেও তা অব্যাহত রইল।
এদিন আইপিএলের ম্যাচে বিরাটই ছিলেন মূল আকর্ষণ। কলকাতা ভেবেছিল ইডেনে কেকেআর (KKR) না খেলার যন্ত্রণা ভুলবে বিরাটের ব্যাটে। কিন্তু সেই যন্ত্রণা রয়েই গেল। ম্যাচের প্রথম বলেই মহসিন খানের বলে আউট হয়ে যান আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। রজত পাতিদারকে নিয়ে দলের ভিত মজবুতের কাজ করছিলেন বিরাট। কিন্তু ছন্দপতন হল আবেশ খানের বলে। মহসিন খানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন বিরাট। সেইসঙ্গে হতাশ হল কলকাতা।
এই মরশুমের আইপিএলে (Ipl 2022) যা হয়েছে, তা গত ১৪ বছর হয়নি বিরাটের সঙ্গে। এবার টুর্নামেন্টের সেরা ব্য়াটারদের তালিকার প্রথম কুড়ি জনের মধ্যেই নেই কোহলির নাম। অনেক প্রাক্তন ইতিমধ্য়েই বলেছেন, বিশ্রাম নাও বিরাট। গত কয়েক বছর ধরে টানা ক্রিকেটের ধকল তাঁর শরীরে এখন স্পষ্ট। দেশের অধিনায়কত্ব ছেড়েছেন। আরসিবির নেতৃত্ব ছেড়েছেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। দল জিতেছে ঠিকই। কিন্তু সেই একই প্রশ্ন হয়তো তাঁর রাতের ঘুম কেড়েছে। আর ত-হল বিরাট ব্যাটে রান কই ?