রুদ্ধশ্বাস, নাটকীয়। মেলবোর্নের মেগা লড়াইয়ে শেষ ওভারের টেনশনে কাঁপল কাশ্মীর থেকে কন্যাকুমারী। জয়ের অন্যতম কাণ্ডারি বিরাট কোহলি (Virat Kohli)। ৮২ রান করে অপরাজিত ছিলেন তিনি। T20 বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম ম্যাচে পাকিস্তানকে (India vs Pakistan) ৪ উইকেটে হারাল ভারত।
শেষ ওভারে বাকি ছিল ১৬ রান। প্রথম ওভারেই হার্দিকের উইকেট তুলে নেন মহম্মদ নাওয়াজ। ক্রিজে আসেন কার্তিক। সিঙ্গলস নেন। তৃতীয় বলে দুই রান নেন বিরাট। চতুর্থ বলেই খেলা ঘুরে যায়। নো বলে বিরাটের ব্যাট থেকে আসে ছক্কা। দুটি ওয়াইড বল করেন নাওয়াজ। পঞ্চম বলে স্টাম্প আউট হন কার্তিক। এরপর অশ্বিনের ব্যাট থেকে আসে জয়ের রান।
আরও পড়ুন: হচ্ছে না নির্বাচন, প্রেসিডেন্ট পদে নেই সৌরভ, CAB-এর নতুন সভাপতি স্নেহাশিস
এদিন মাত্র ১৬০ রান তাড়া করতে নেমে ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার। কেএল রাহুল ও অধিনায়ক রোহিত শর্মা দুজনই মাত্র ৪ রানে ফেরেন। তিনে নেমে ক্রিজে দাঁড়িয়ে যান বিরাট। শেষ ওভারের রুদ্ধশ্বাস জয়ে শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার ডেলিভারির সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়াতে পারেননি। তিনটি করে উইকেট নেন আর্শদীপ ও হার্দিক। ১৫৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।