অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 WC 2022) ফাইনালে ওঠার পর বড় চমক টিম ইন্ডিয়ার। ড্রেসিংরুমে ফিরতেই হঠাৎ একটি ভিডিও কল। স্ক্রিনে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli)। বৃহস্পতিবার ইয়াশ ঢুলের (Yash Dhull) টিমের সঙ্গে জুম কলে জমিয়ে আড্ডা দিলেন কোহলি। এই তরুণ টিমের অনেকেই রোল মডেল বিরাট। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে পেয়ে একের পর এক প্রশ্ন করতে থাকেন প্লেয়াররা। আর তাঁদের সব প্রশ্নের উত্তর দিলেন কোহলি।
১৪ বছর আগে বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 World Cup) জেতে টিম ইন্ডিয়া। সেখান থেকে জাতীয় দলে সুযোগ পান বিরাট। হয়ে ওঠেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার। শনিবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মেগাফাইনাল। রবিবার থেকে আহমেদাবাদে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য বিরাটকে ধন্যবাদ জানায় অনূর্ধ্ব ১৯ টিমের ক্রিকেটাররাও।
আরও পড়ুন: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যুদ্ধের আগে অনুশীলন শুরু করোনায় বিধ্বস্ত টিম ইন্ডিয়ার
চারবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত। পঞ্চমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।