ফিরোজ শাহ কোটলায় বিরাট ব্যাটে লড়াই শেষ। দিল্লি টেস্টে ক্রমেই চাপে ভারত। অজি স্পিনের সামনে অসহায় ভারতীয় ব্যাটিং। ৪৪ রান করে অজি স্পিনার খুনেমানের বলে আউট হয়েছেন বিরাট। এই বির্পযয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাঁটা হতে পারে ভারতের কোটলা টেস্ট।
কাজে এল না শ্রেয়স আইয়ারকে দল ফেরানোর প্রয়াস। পর পর উইকেট হারিয়ে চাপে থাকা ভারত লড়ছে দিল্লি টেস্টে। ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরে রান পেলেন না শ্রেয়স।
এর আগে, শততম টেস্টে শূন্য রানে ফিরলেন চেতেশ্বর পূজারা। টেস্টের দ্বিতীয় দিন কোটলাতে ভাল শুরু করতে পারল না রোহিত ব্রিগেড। ভারতীয় টপ অর্ডারকে একাই ধসিয়ে দিলেন নাথান লিয়ন।
কোনও উইকেট না হারিয়ে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। ১৭ রানে প্রথমে আউট হয়ে ফেরেন কে এল রাহুল। ৩২ রান করে ফেরেন রোহিত শর্মা। শততম টেস্টে শূন্য রানে এলবিডব্লিউ হয়ে ফিরলেন চেতেশ্বর পূজারা। ১৯.৪ বলে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। দিল্লিতে লড়াইয়ের চেষ্টা করছেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার।