বিরাট ব্যাটে শতরান। প্রায় চার বছর টেস্ট ক্রিকেটে শতরান করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেদাবাদে এই শতরান পূর্ণ করলেন তিনি। এই শতরানে বিরাটের ইনিংস সাজানো মাত্র পাঁচটি চার দিয়ে। পরিসংখ্যানেই স্পষ্ট এই টেস্ট শতরান করতে কতটা মরিয়া ছিলেন কিং কোহলি। টেস্ট ক্রিকেটে এটি তার ২৮তম শতরান।
২০১৯ সালে কলকাতার ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে শেষ সেঞ্চুরি করেছিলেন বিরাট । এর মধ্যে গঙ্গা-যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। একটা বিরাট রান খরার মধ্যে দিয়ে গিয়েছেন। সম্প্রতি সাদা বলের ক্রিকেটে তাঁর ব্যাট কথা বলেছিল। কিন্তু লাল বলের ক্রিকেটে সেই সুর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অবশেষে রবিবাসরীয় আমেদাবাদে সেই হারানো সুর খুঁজে পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। অজি আক্রমণ সামলে বিরাটের শতরান এল ২৩৭ বল খেলার পর। ইতিমধ্যেই গাভাসকর তাঁর প্রিয় কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। প্রাক্তনদের কাছে টেস্ট ক্রিকেট এমন ইনিংসই প্রাপ্তির।