লখনউ সুপার জায়ান্টস ম্যাচে গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি (Virat Kohli)। বোর্ড বিরাট-গম্ভীর দুজনকেই জরিমানা করেছে। বোর্ডকে কড়া চিঠি পাঠিয়েছেন বিরাট। এবার দিল্লির বিরুদ্ধে ব্যাটে জবাব দিলেন বিরাট। ৪২ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন বিরাট (Virat Kohli Half Century)।
এদিন মাঠে নামার আগে ছোটবেলার কোচ রাজকুমার শর্মার সঙ্গে দেখা হয় বিরাট কোহলির। তাঁর কাছেই দিল্লিতে প্রশিক্ষণ পেয়েছেন বিরাট। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণামও করলেন বিরাট। কোচের প্রতি শ্রদ্ধা দেখে আপ্লুত নেটিজেনরাও। এরপর তাঁর ব্যাট থেকেও এল বড় রান। এদিন আইপিএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৭০০০ রান পূরণ করেন বিরাট। দিল্লির বিরুদ্ধে ১২ রান পূরণ করার পরই এই রেকর্ড গড়েন বিরাট।
আরও পড়ুন: টসে জিতে ব্যাটিং আরসিবির, দিল্লির বিরুদ্ধে অধিনায়ক হয়ে ফিরলেন দুপ্লেসি
চিন্নাস্বামীতে সৌরভ ও বিরাট পরষ্পরকে এড়িয়ে যান। হ্যান্ডশেক করেননি দুই তারকা। এরপরই দুই তারকার মধ্যে বিবাদ স্পষ্ট হয়। মাঠে কঠিন দৃষ্টি বিনিময়ও হয় তাঁদের। এই ম্যাচে বিরাটের ইনিংস ও তাঁর শরীরী ভাষা, যেন সব জবাব দিল।