ফুরফুরে মেজাজে বিরাট কোহলি। পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকলেও চিন্তা নেই। রাজস্থান রয়্যালস বিরুদ্ধে খেলার আগে গান গাইলেন বিরাট। জড়িয়ে ধরলেন বিপক্ষের ক্রিকেটারকে।
শনিবার রাজস্থান রয়্যালস একটি ভিডিয়ো শেয়ার করেছে। বিরাট কোহলিকে কাউকে ডাকতে দেখা যায়। বিরাট কোহলির মুখে শোনা যায় "আজা আজা"। এরপরই শম্মি কপূর ও শর্মিলা ঠাকুর অভিনীত "অ্য়ান ইভিনিং ইন প্যারিস" ছবির গানের লাইন 'অ্যায়সা মওকা, ফির কাঁহা মিলেগা' শোনা যায় কোহলিকে। এরপরই দেখা যায়, রাজস্থানের আবেশ খান, তাঁর দিকে এগোচ্ছেন। আবেশকে জড়িয়ে ধরেন বিরাট।