পুরনো ছন্দে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। এদিন ম্যাচে ৩০ বলে ৩১ রান এসেছে বিরাট কোহলির ব্যাটে। কিন্তু গোটা ম্যাচেই বিরাটের শরীরী ভাষা বলে দেয়, তাঁর আত্মবিশ্বাস ফিরে এসেছে।
সোমবার ম্যাচে ১২৬ রানে অলআউট হয়ে যায় আরসিবি (RCB)। কিন্তু টিমের দুর্ধর্ষ বোলিংয়ে ১০৮ রানে শেষ হয় লখনউর ইনিংস। লখনউ টিমের অমিত মিশ্র আউট হওয়ার পরই মাঠে নিজের টুপি ছুঁড়ে ফেলেন বিরাট। এরপর মুখে আঙুল দিয়ে সবাইকে চুপ করতে বলেন। এরপরই গ্যালারিতে স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস ছোঁড়েন বিরাট। অনুষ্কাও গ্যালারি থেকে দুহাতে শিষ দিতে থাকেন।
আরও পড়ুন: ফের বিবাদে বিরাট-গম্ভীর, ম্যাচের পর মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় দুই তারকার
অনুষ্কার জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেন বিরাট কোহলি। স্ত্রীর জন্মদিনে ফের চেনা মেজাজে বিরাট। ১৮ রানে লখনউকে হারিয়ে আগ্রাসী হয়ে ওঠেন বিরাট।