দিল্লির পর এবার মুম্বইয়ে রেস্তরাঁ খুলছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। জুহুতে কিশোর কুমারের (Kishore Kumar) বাংলো 'গৌরী কুঞ্জ'-র একটি অংশ লিজে নিয়েছেন তিনি। পাঁচ বছরের জন্য ওই অংশ লিজ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এনডিটিভির-র প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, দ্রুত ওই রেস্তরাঁ জনসাধরণের জন্য খুলে যেতে পারে। এর আগে ২০১৭ সালে নয়াদিল্লির আরকে-পুরম এলাকাতেও একটি রেস্তরাঁ খোলেন বিরাট। এবার এটি তাঁর দ্বিতীয় রেস্তরাঁ। কিশোরের স্মৃতিবিজড়িত 'গৌরী কুঞ্জ' মুম্বইয়ে (Mumbai) রীতিমতো দর্শনীয় স্থান। ওই বাড়িতেই থাকেন কিশোরের বড় ছেলে অমিত কুমার। শোনা যায়, এখানকার গাছগুলির আলাদা আলাদা নাম রাখতেন তিনি। তাছাড়া ভিন্টেজ গাড়ির অসামান্য কালেকশনও ছিল কিশোরের। সেগুলি আজও পার্ক করা রয়েছে এখানে। সেই বিখ্যাত বাংলোর সঙ্গে এবার জুড়ল বিরাটের নাম।
আরও পড়ুন: সূর্য ও বিরাটের ঝকঝকে ইনিংস, হংকংকে ৪০ রানে হারিয়ে এশিয়া কাপের শেষ চারে টিম ইন্ডিয়া
এশিয়া কাপ খেলতে বর্তমানে আরব আমিরশাহিতে আছেন বিরাট। প্রায় তিন বছর হয়ে গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই তাঁর। হংকংয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে। মনে করা হচ্ছে, ফের ফর্মে ফিরতে পারেন বিরাট।