ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে (Mohali) কেরিয়ারের শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি (Virat Kohli)। নতুন সূচি অনুযায়ী, প্রথমে তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তারপর শুরু হবে টেস্ট সিরিজ।
এখনও পর্যন্ত বিরাট দেশের হয়ে ৯৯টি টেস্ট খেলেছেন। ৪ মার্চ মোহালিতে শততম টেস্ট (100th Test) ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। আগের সূচি অনুযায়ী, চিন্নাস্বামী স্টেডিয়ামে শততম টেস্ট খেলার কথা ছিল বিরাটের। যা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরের মাঠ। কিন্তু নতুন সূচিতে প্রথম টেস্ট ম্যাচ হবে মোহালিতে।
আরও পড়ুন: 'ওকে নিয়ে আলোচনা বন্ধ হলেই ভালো', বিরাটের পাশে দাঁড়ালেন অধিনায়ক রোহিত শর্মা
দেশের হয়ে ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন বিরাট। সচিন তেন্ডুলকর দেশের হয়ে ২০০টি টেস্ট খেলেছেন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। তারপরই আছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। টেস্ট ক্রিকেটে ১৬৮টি ইনিংসে ৭৯৬২ রান করেছেন বিরাট। তাঁর গড় ৫০.৩৯। ২৭টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরি আছে বিরাট কোহলির।