তিন মাস বিশ্রামের পর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রত্যাবর্তন বিরাট কোহলির (Virat Kohli)। জাতীয় দলের জার্সিতে নামার আগে এবার বিরাট আরও বেশি উদ্ধুদ্ধ। এশিয়া কাপের (Asia Cup 2022) প্রথম ম্যাচেই চির প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তান ম্যাচে নিজের সবটুকু উজাড় করে দিতে চাইছেন বিরাট।
গত কয়েকবছর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে সব সময় এক্স-ফ্যাক্টর হয়ে উঠেছেন বিরাট। কিন্তু ব্যাটে দীর্ঘদিন রান নেই। শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি হয়েছে বহুদিন আগে। সত্যি বলতে, কেরিয়ারে খারাপ সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন। এই ম্যাচই বিরাটের কাছে ঘুরে দাড়ানোর ম্যাচ হতে পারে। সেটা জানেন ভারতের প্রাক্তন অধিনায়কও। বিসিসিআইয়ের একটি সাক্ষাৎকারে বিরাট বলেন, "অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, মাঠে কী করে এই মেজাজ বজায় রাখা যায়! তাদের বলি, আমি ক্রিকেটটা খেলতে ভালবাসি। সমান এনার্জি নিয়ে মাঠের প্রত্যেক বল উপভোগ করি।"
আরও পড়ুন: এক থ্রোতে ৮৯.৯০ মিটার, টোকিওর পর লুসেনে সোনার ছেলে নীরজের ফের বর্ষা-মঙ্গল
এই মেজাজ নিয়ে বিরাট জানান, "এটা কোনও অস্বাভাবিক বিষয় নয়। টিমের মধ্যেও অনেকে আমাকে প্রশ্ন করে, কী করে ওই এনার্জি থাকে! তাদেরকেও বলি আমি যে কোনও মূল্যে টিমকে জেতাতে চাই। মাঠে বা মাঠের বাইরে, জয়ের জন্য সব সময় একই মানসিকতা থাকে। এভাবেই নিজেকে তৈরি করেছি। নিজেকে প্রত্যেক সময় উদ্বুদ্ধ করেছি।"