নাগপুর থেকে ইনদৌর, সিরিজের তিনটি ম্যাচ হয়ে গেল। কিন্তু টড মার্ফিকে এখনও বুঝতেই পারলেন না বিরাট কোহলি। হোলকার স্টেডিয়ামেও তিনি আউট হলে মার্ফির বলে। এই নিয়ে তিনবার। কিন্তু কেন বারবার অজি স্পিনের কাছে বোকা বনে যাচ্ছেন তিনি ? ইনদৌরে বিরাটের আউটের পর এই প্রশ্ন উঠছে। বিশেষ করে কেন মার্ফিকে তিনি পড়তে পারছেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন ? প্রাক্তনদের দাবি, বিরাট স্পিন ভাল খেলেন, এমনটা নয়। কিন্তু মার্ফি এমন কোনও স্পিনার নন, যাঁর সামনে জুজু হয়ে থাকতে হবে। কারণ, এই সিরিজেই টেস্ট অভিষেক হয়েছে মার্ফির। প্রাক্তনদের দাবি, বিরাটের বিরুদ্ধে বল করার আগে কোহলির খুঁত খুব ভাল করে বার করেছেন এই অজি বোলার।
শুধু বিরাট নন। ইনদৌরের বাইশ গজে যে বিরাট কোনও জুজু আছে এমনটা নয় বলেই দাবি প্রাক্তনদের। প্রথম দিনে ভারতীয় ব্যাটিং দেখার পর অনেকের মত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটই করতে পারেননি রাহুল দ্রাবিড়ের ব্যাটাররা। বিশেষ করে টপ অর্ডারকে যে ধৈর্য্য দেখানো উচিত ছিল, সেটাই দেখা যায়নি। প্রাক্তনদের দাবি, সিরিজের এগিয়ে থাকার আত্মতুষ্টি পরতে পরতে মনে হয়েছে ভারতীয় ব্যাটারদের মধ্যে। যার খেসারত দিতে হয়েছে তৃতীয় টেস্টের প্রথম একঘণ্টায়।
তবে ক্রিকেট পন্ডিতদের দাবি, এই ম্যাচেও ভারত ঘুরে দাঁড়াতে পারে। তবে অস্ট্রেলিয়াকে এই পিচে ২০০ রানের মধ্যে আটকাতে হবে। কিন্তু বুধবারের দুপুরে পর যা ইঙ্গিত, তাতে এখনও পর্যন্ত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। স্মিথের নেতৃত্বে ইনদৌরে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া।