২০১৬ সাল। তখন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সেই সময় অধিনায়ক হওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু বিরাটকে শান্ত করেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। ধোনির সিদ্ধান্তকে সম্মান জানাতে বলেন শাস্ত্রী।
সম্প্রতি এমনই এক ঘটনার কথা জানিয়েছেন, টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধর (R. Sridhar)। তিনি জানান, ২০১৬ সালের ঘটনা। ওয়ানডে ক্রিকেটে টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছিলেন বিরাট। এমন কিছু কথা বলেছিলেন, যা স্পষ্ট করে দিয়েছেল, যে ও অধিনায়ক হতে চাইছে। সেই সময় রবি শাস্ত্রী শান্ত করেন বিরাটকে। তিনি জানান, "ধোনির সিদ্ধান্তকে সম্মান না জানালে, দলও তোমাকে ভবিষ্যতে সম্মান করবে না।"
আরও পড়ুন: স্পেনের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু, দলের প্রশংসায় হেড কোচ গ্রাহাম রিড
ততদিনে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন মাহি। টেস্টে অধিনায়ক বিরাটই। তবু সীমিত ওভারের ক্রিকেটে ক্যাপ্টেন্সি চাইছিলেন বিরাট।