প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সিরিজে এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু জোহেনেসবার্গে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হারতে হল ভারতকে। সিরিজে সমতা ফিরিয়ে আনলেন প্রোটিয়ারা। তবে ভারতের জন্য আশার কথা একটাই, সম্ভবত তৃতীয় টেস্টে দলে ফিরবেন বিরাট কোহলি (Virat Kohli)।
কেপটাউন টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারেন বিরাট কোহলী। তিনি এখন অনেকটাই সুস্থ। বৃহস্পতিবার ম্যাচ শেষে সে কথাই শুনিয়ে গেলেন অর্ন্তবর্তীকালীন অধিনায়ক কেএল রাহুল।
India-South Africa Series: এলগার দূর্গে প্রতিহত ভারতের জো’বার্গ জয়, ৭ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা
ম্যাচের পর রাহুল বলেছেন, “বিরাট ইতিমধ্যেই বেশ ভাল জায়গায় রয়েছে। একটু একটু ফিল্ডিংও শুরু করেছে। দৌড়নো শুরু করেছে। কোনও অসুবিধা হচ্ছে না। শারীরিক ভাবেও অনেকটা ভাল জায়গায় রয়েছে। আশা করা যায় পরের টেস্টের আগে একদম ঠিক হয়ে যাবে। তবে সিরাজের চোট নিয়ে একটু চিন্তা রয়েছে। ওকে অনুশীলনে আগে দেখতে হবে। হ্যামস্ট্রিংয়ে চোটের পর সঙ্গে সঙ্গে ফেরা একটু কঠিন ব্যাপার। তবে আমাদের বেঞ্চের শক্তি অনেকটাই ভাল। উমেশ আর ইশান্ত বসে রয়েছে।”