ভারতীয় শিবিরে বড়সড় ধাক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট শুরুর আগেই অস্বস্তিতে ভারতীয় দল। কারণ পাঁচটির মধ্যে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি।
জানা গিয়েছে, ব্যাক্তিগত কারণে ছুটি নিয়েছেন বিরাট। বিসিসিআইও কোহলির ছুটির আবেদন মঞ্জুর করেছে। সোমবারই কোহলির না খেলার কথা জানিয়েছে বিসিসিআই। যদিও ঠিক কী কারণে কোহলি হঠাৎ সিরিজের শুরুতেই সরে দাঁড়ালেন, তা এখনও জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।
আরও পড়ুন - অবসর নিয়ে কী ভাবনা, কোয়ার্টার ফাইনালে উঠে জানালেন জোকোভিচ
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সন্তানসম্ভবা কোহলির স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা। মনে করা হচ্ছে, এই সময় স্ত্রীর পাশে থাকার কারণেই ছুটির সিদ্ধান্ত নিয়েছেন বিরাট।