একদিনে দুই ঝটকা। টেস্টে সিরিজ থেকে এবার ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। আর একদিনের সিরিজে অনিশ্চিত গ্লেন ম্যাক্সওয়েল। এমন বিড়ম্বনা মধ্যে অস্ট্রেলিয়া শেষ কবে পড়েছে, তা নিয়েই এখন আলোচনা সে দেশের প্রাক্তনদের মধ্যে। দিল্লি টেস্টে সিরাজের বলে চোট পেয়েছিলেন ওয়ার্নার। ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল, আর টেস্ট খেলা হচ্ছে না তাঁর। এদিকে, বিগ ব্যাস খেলতে গিয়ে চোট পেয়েছেন ম্যাক্সওয়েল। সেই চোট সারার আগে এবার পা ভাঙলেন তিনি। ফলে অনিশ্চিত ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে।
ভারতের আসার আগে থেকেই এবার চোট জর্জরিত অস্ট্রেলিয়া। সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। জুন মাসে ওভালে এই ফাইনালে খেলছেন প্যাট কামিন্সের দল। টেস্টের মেগা ফাইনালের আগে একের পর এক ক্রিকেটারের চোট উদ্বেগ বাড়াচ্ছে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের। এ দেশের মাটিতে এসেই টেস্ট থেকে ছিটকে গিয়েছেন জস হ্যাজেলউড। এবার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের চোট নিয়ে চিন্তায় আছে দিল্লিও। কারণ, তারা ইতিমধ্যেই ঋষভ পন্থকে হারিয়েছে। এবার যদি ওয়ার্নার না খেলেন, তাহলে চাপ বাড়বে পন্টিং-সৌরভদের উপরে।
শুধু ওয়ার্নার নয়। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হতে এখনও সময় আছে। তার মধ্যেই এসেছে ম্যাক্সওয়েল চোট ঘিরে অনিশ্চয়তার খবর। কারণ, ঘরোয়া ক্রিকেটে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন তিনি। চিকিৎসকদের রিপোর্টের দিকেই তাকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। একইসঙ্গে আরসিবি।