চোট পেয়ে জিম্বাবোয়ে সিরিজ থেকে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর বদলে টিমে সুযোগ পেলেন বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। খুশি বাংলা টিমের কোচ লক্ষ্মীরতন শুক্লা (Lakhmi Ratan Shukla)।
গত সোমবার জানা যায়, জিম্বাবোয়ে যাওয়ার কথা চলছে শাহবাজের। মঙ্গলবার বিসিসিআইয়ের (BCCI) পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় তাঁর নাম। কাউন্টি খেলতে গিয়ে চোট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। গত দুটি আইপিএল মরশুমে দারুণ পারফরম্যান্স করেছেন শাহবাজ। রঞ্জিতেও বাংলার হয়ে দীর্ঘদিন খেলছেন। এবার কে এল রাহুলের নেতৃত্বে জিম্বাবোয়েতে ওয়ান ডে সিরিজ খেলবেন তিনি।
আরও পড়ুন: ফিফার নির্বাসনের কোপে ভারতীয় ফুটবল, এখনও নীরব প্রফুল্ল প্যাটেল
দীর্ঘদিন পর বাংলা টিমের কোনও সদস্য জাতীয় দলে সুযোগ পেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর জাতীয় দলে সুযোগ পান ঋদ্ধিমান সাহা। এরপরই জাতীয় দলে সুযোগ পেলেন শাহবাজ আহমেদ।