প্রথম টেস্টে দলে ছিলেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিয়েছিলেন, পিচ বুঝতে ভুল হয়েছিল। কিন্তু পুনেতে দ্বিতীয় টেস্টে পিচ বুঝতে ভুল হয়নি। দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন ও ওয়াশিংটন সুন্দর। দুজনেই ডানহাতি অফ স্পিনার। বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে তাই দুজনেই সফল। সাত উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। তিন উইকেট পান রবিচন্দ্রন অশ্বিন। প্রথম ইনিংসে ২৫৯ রানে শেষ নিউজিল্যান্ড। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৬।
পুনেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউয়ি অধিনায়ক টম লাথাম। তাঁর সিদ্ধান্তে কোনও ভুল ছিল না। ভারতের পিচে চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ নয়। কুলদীপ যাদবের পরিবর্তে দলে আসেন ওয়াশিংটন। জসপ্রীত বুমরা ও আকাশদীপ সিংকে তেমন পরিশ্রম করতে হয়নি। ওয়াশিংটন সুন্দর ও রবিচন্দ্রন অশ্বিনের জুটিতেই শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে ৭৬ রান করেন ডেভন কনওয়ে। ৬৫ রান করেন রাচিন রবীন্দ্র। ৩৩ রান করেন মিচেল সান্টনার। ৭৯.১ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।