ক্রিকেটীয় বুদ্ধির অভাব। ভারতের বিরুদ্ধে হারের পর সিনিয়র ক্রিকেটারদের তীব্র কটাক্ষ পাক কিংবদন্তী ওয়াসিম আক্রমের। নাসাউয়ে রবিবার ভারতের বিরুদ্ধে ১২০ রান তাড়া করতে নেমে ৬ রানে হেরেছে পাকিস্তান। এরপরই বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিকে চাঁচাছোলা আক্রমণ প্রাক্তন পাক পেসারের।
ম্যাচের স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে ওয়াসিম আক্রম বলেন, "১০ বছর ধরে ওরা ক্রিকেট খেলছে। ওদের শেখাতে পারলাম না। ম্যাচের গতিবিধি নিয়ে কোনও ধারণা নেই রিজওয়ানের।" ১২০ রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান তোলে পাকিস্তান। এরকম একটা পরিস্থিতিতে বুমরার ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন রিজওয়ান। যা ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন আক্রম।
তাঁর মতে, "ওর অবশ্যই বোঝা উচিত ছিল, যে বুমরাকে উইকেট নেওয়ার জন্য আনা হবে। ওর ওভার আরও সতর্ক হয়ে খেলা উচিত ছিল।" কিন্তু রিজওয়ান বড় শটের জন্য খেলতে গিয়ে উইকেট হারিয়ে ফেললেন। যা নিয়ে কটাক্ষ করেন আক্রম।
বাবর আজম ও শাহিন আফ্রিদিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। আক্রমের মতে, অধিনায়ক নিয়ে বিতর্কের পর দুজনে দুজনের সঙ্গে কথাই বলেন না। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে এসব বিবাদ দূরে রাখাই উচিত।