১০৭ বলে ৬৬ রান। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লোকেশ রাহুলের এই ইনিংস নিয়ে অনেকেই সমালোচনায় করেছেন। এমনকী, রাহুলকে ভারতীয় দল থেকে বার করে দেওয়ার দাবি তোলা হয়েছে। কিন্তু পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রাম মনে করেন, ওই পরিস্থিতিতে রাহুলের ওই ইনিংসে কোনও ভুল ছিল না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুলের জন্য ব্যাট ধরেছেন আক্রাম। তিনি জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে যে কজন মিডল অর্ডার ব্যাটার রয়েছেন কেএল রাহুল, তাঁদের মধ্যে সেরা। আক্রামের মতে, বিরাটের আউটের পর রাহুল ওই ইনিংস না খেললে, ভারতের রান ২৪০ হত না। হ্যাঁ তবে আক্রাম মনে করেন, বিরাট এবং রাহুল যে সময় খেলছিলেন, সেই সময় ভারতের দ্রুত রান করা দরকার ছিল।
অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপে ভারতের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ম্যাচের এক সপ্তাহ পরেও তা নিয়ে এখনও আলোচনা চলছে। বিশ্লেষণ অব্যাহত রয়েছে। আসলে অনেকেই ভাবতে পারেননি, টানা ১০ ম্যাচ জয়ের পর ওভাবে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যাবে রোহিত শর্মার ভারত।