নিউল্যান্ডে তৃতীয় দিনের খেলায় শেষ ঘণ্টায় এসে মেজাজ হারান ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ও টিম ইন্ডিয়ার সদস্যরা। ডিন এলগারের (Dean Elgar) এলবিডব্লিউের আবেদন বাতিল হয়ে যায় ডিআরআসে। মাঠে স্টাম্প মাইকে আম্পায়ারিং, প্রযুক্তি ও সম্প্রচার নিয়ে কটূ মন্তব্য করতে শোনা যায় বিরাট ব্রিগেডকে।
স্টাম্প মাইকে অধিনায়ক বিরাট কোহলি বলেন, "বল শাইন করার মতো নিজের টিমের খেয়াল রাখতে হচ্ছে। শুধু বিপক্ষ নয়, অন্যদের দিকেও নজর রাখতে হচ্ছে।" কে এল রাহুলকে বলতে শোনা যায়, "আমাদের বিরুদ্ধে যেন গোটা দেশ খেলছে।"
উল্টোদিকের স্টাম্প মাইকে ক্ষোভ উগরে দেন রবিচন্দ্রন অশ্বিনও। তিনি বলেন, "অন্যভাবে জেতার পথ খোঁজা উচিত সুপারস্পোর্টের।" দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের সম্প্রচারক সংস্থা এই সুপারস্পোর্ট।
আরও পড়ুন: বিরাট কোহলির নেতৃত্ব চাপমুক্ত হয়ে খেলা যায়, কেপটাউন টেস্টে ৫ উইকেট নিয়ে জানালেন জসপ্রীত বুমরাহ
দিনের শেষে ভারতের বোলিং কোচ পরস মামব্রে বিষয়টি একটু হালকা করার চেষ্টা করেন। তিনি জানান, বিষয়টি ম্যাচ রেফারির ওপরেই ছেড়ে দেওয়া ভালো।