ক্রিকেটের নন্দনকানন ইডেন উদ্যানে (Eden Gardens) আবার ফিরতে চলেছে দর্শকদের কলরব। সৌজন্যে রাজ্য সরকারের নতুন নিয়ম।
রাজ্যে কিছুটা কমেছে করোনাভাইরাসের (Coronavirus) দাপট। মঙ্গলবার থেকেই ৭৫ শতাংশ দর্শক নিয়ে স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা যাবে। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamara Banerjee)। এর ফলে ইডেনে দর্শকদের ঢুকতে দেওয়ায় আর বাধা রইল না।
আরও পড়ুন: Virat Kohli: বিরাট কোহলি কেন অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ালেন, জানালেন নিজেই
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সিএবি (CAB) সভাপতি অভিষেক ডালমিয়া। নতুন নির্দেশে আগামী ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইডেন গার্ডেন্সে দর্শক প্রবেশের ব্যাপারে সংশয় কাটল। ফলে লাভের মুখ দেখবে সিএবি।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলে লিগের ম্যাচ হতে পারে মহারাষ্ট্রের তিন স্টেডিয়ামেই, প্লে-অফ পেতে পারে গুজরাট
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইডেনে ৭৫ শতাংশ দর্শক প্রবেশ করতে কোনও বাধা নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অভিষেক বলেছেন, “রাজ্যজুড়ে খেলাধুলো ফের চালু করা এবং স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব এবং রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। রাজ্যের ক্রীড়াবিদদের কাছে এই ঘোষণা সুসংবাদ নিয়ে এল।”