আইসিসির মহিলা ওয়ান-ডে বিশ্বকাপ (ICC Women's World Cup) শুরুই হল অঘটনের মাধ্যমে৷ শেষ ওভারে থ্রিলারে কিউয়িদের ঘরের মাঠে তাদের হারিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাট কটতে পাঠায় নিউজিল্যান্ড (New Zeeland)। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। তার মাঝেই হ্যালে ম্যাথিউজ শতরান করেন৷ ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ তোলে ওয়েস্ট ইন্ডিজ।
এই রান তাড়া করতে নেমে পর পর উইকেট খোয়ায় নিউজিল্যান্ডও। তার মাঝেই ওপেনাড সোফি ডিভাইন (Sophie Devin) শতরান করেন।
জয়ের বিষয়ে নিউজিল্যান্ড যখন অনেকখানি নিশ্চিত, তখনই দুরন্ত ক্যাচে সোফিকে ফিরিয়ে দেন শিনেলে হেনরি।
শেষ ওভারে দরকার ছিল ৬ রান৷ হাতে ছিল তিন উইকেট। দিয়েন্দ্র ডটিন প্রথম চার বলে দুই উইকেট তুলে নেন। ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা।