পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ। প্রতিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ফের টস করতে মাঠে নামলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই মাত্র আট ম্যাচ আগেই সতীর্থ রবীন্দ্র জাডেজার হাতে নেতৃত্ব তুলে হয়তো আইপিএল থেকে অবসরের জীবন সুখে ভেসে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু মাঠের মধ্যে এই আইপিএলে চেন্নাইয়ের যা অবস্থা, তাতে গত চার বারের চ্যাম্পিয়নদের লজ্জা ঢাকতে আবার তাঁকেই ঢাল হতে হল। তাই আট ম্যাচ পর বাইশ গজে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি।
আর মহেন্দ্র সিং ধোনি মানেই তো হেয়ালি। যার কোনও ব্যতিক্রম হল না রবিবাসরীয় পুণের মাঠে। টস করতে এসে জানিয়ে গেলেন, ‘‘পরের বছরও আমাকে হলুদ জার্সিতেই দেখা যাবে। সেটা এই জার্সি হতে পারে। আবার অন্যও হতে পারে। সেটা বলা যায় না। কিন্তু জার্সির রং হলুদই থাকবে।’’ এই মন্তব্য থেকে স্পষ্ট তাঁর আইপিএল অবসর নিয়ে যে জল্পনা চলছে, তা সত্যি হতে পারে, আবার নাও হতে পারে। যদি সত্য়ি হয়, তা-হলে চেন্নাই দলের মেন্টর হতে পারেন মাহি। আর তা যদি না হন, তা-হলে তার অন্য় অর্থ হতে পারে।
তবে যাইহোক, নেতা ধোনি ইঞ্জিনে বসতেই ছুটছে চেন্নাই এক্সপ্রেস। জিতবে কী হারবে, তা সময় বলবে। কিন্তু ধোনি নেতা হতেই ফের স্বমহিমায় গত চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা।