রবিবার দেশের সব রাজ্যের ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার আইপিএল ফাইনাল। মৌসম ভবনের পূর্বাভাস বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার রাতেও আকাশ আংশিক মেঘলা ছিল। রবিবার যদি আইপিএল ফাইনাল ভেস্তে যায়, তা হলে কী হবে।
সন্ধ্যে সাড়ে ৭টায় আইপিএল ফাইনালের ম্যাচ শুরু। তার আগে বৃষ্টির পূর্বাভাস আছে। জানা গিয়েছে সন্ধ্যে সাড়ে ৮টা পর্যন্ত বৃষ্টি চলবে। যদি বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হয়, তবে আইপিএল ফাইনাল হবে ৫ ওভারের। ম্যাচ শুরু হওয়াক সর্বাধিক সময় রাত ১২টা ২৬ মিনিট। এরপরেও যদি শুরু করা না যায়, তা হলে রিজার্ভ ডে-তে খেলা হবে। সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে।
আইপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, সোমবারও যদি বৃষ্টিতে ফাইনাল পন্ড হয়ে যায়, তা হলে সুপার ওভারের মাধ্যমে জয়ী দল ঘোষণা হবে।