যে জিতবে, সেই টিমই ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলবে। এশিয়া কাপে আজ ধুন্ধুমার লড়াইয়ে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচ ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃষ্টিতে ভাসতে পারে কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়াম।
ভারতের বিরুদ্ধে হেরে পাঁচ ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়েছেন অধিনায়ক বাবর আজম। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইমাম উল হকের সঙ্গে ওপেন করলেন মহম্মদ হ্যারিস। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকবেন মহম্মদ ওয়াসিম ও জামান খান।
আরও পড়ুন: এবার আইএসএলে সেরা তিন দল কারা, জানিয়ে দিলেন মোহনবাগান কোচ ফেরান্দো
ভারতের বিরুদ্ধে ২২৮ রানে হারের পর পাকিস্তানের নেট রানরেট অনেকটাই কমেছে। এই ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ফাইনালে ভারতের বিরুদ্ধে যাবে কিন্তু শ্রীলঙ্কাই। বৃষ্টিতে খেলা বাতিল হলেও রিজার্ভ ডে নেই। তাই পয়েন্ট ভাগাভাগি হবে। তাই এই ম্যাচ জেতা ছাড়া আর কোনও বিকল্প নেই পাকিস্তানের কাছে।