রবিবার এশিয়া কাপে (Asia Cup 2023) ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে ফের বৃষ্টি। প্রায় সাড়ে তিন ঘণ্টার রেশ। যার জেরে বাতিল হয়ে গেল সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচ। সোমবার আগেই রিজার্ভ ডে রেখেছিল টুর্নামেন্টের আয়োজকরা।
আবহাওয়া রিপোর্ট বলছে, রবিবার রাত থেকে কলোম্বোতে ফের বৃষ্টি শুরু হবে। সোমবার সকাল পর্যন্ত এই বৃষ্টি চলবে। সোমবার দুপুর ৩টে নাগাদ ফের খেলা শুরু হবে। কিন্তু দুপুর ২টো থেকে আকাশ পরিষ্কার থাকা কথা। আবহাওয়া রিপোর্ট জানিয়েছে, বিকেল ৪টে থেকে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বৃষ্টি। আবার রাত ১০টায় বৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: রিজার্ভ ডে-তে বৃষ্টি হলে কত ওভার খেলা হবে, কোন টিম জয়ী হবে, ভারত না পাকিস্তান!
সোমবার খেলা বাতিল হলে একদিকে লাভ ভারতেরই। মঙ্গলবারই তাঁদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সোমবার গোটা ম্যাচ হলে ক্লান্তি ঘিরে ধরবে রোহিত ব্রিগেডকে। তাই পাকিস্তান ম্যাচ আর খেলতে চাইছেন না রোহিতরাও।