অস্ট্রেলিয়ার যেমন পার্থ। তেমনই দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান। বলা হয় বোলিং প্যারাডাইস। কিন্তু সেই স্বর্গে প্রসিদ্ধ হয়নি কৃষ্ণর অভিষেক। প্রথম টেস্ট ২০ ওভার বল করে কর্নাটকের এই বোলার রান দিয়েছেন ৯৩। উইকেট নিয়েছিলেন একটি। তাতেও অবশ্য দমতে রাজি নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আজ, বুধবার কেপটাউন টেস্টের আগে প্রসিদ্ধ কৃষ্ণার উপরেই আস্থা দেখাচ্ছেন রোহিত।
ভারতের এই বোলারের পাশে দাড়িয়ে রোহিত জানিয়েছেন, প্রথম ম্যাচে অনেক কিছুই হতে পারে। তবে তিনি জানেন, প্রসিদ্ধ কৃষ্ণার ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। অভিষেক ম্যাচে কৃষ্ণার বোলিং পারফরম্যান্স খুশি করতে পারেনি টিম ম্যানেজমেন্টকে। কিন্তু রোহিতের দাবি, এই ব্যাপারে সিরিজ শেষের পরেই কথা বলা ভাল।
শামি নেই। দায়িত্ব বুমরা এবং সিরাজের উপরেই। কারণ, গত ম্যাচে শার্দুলের অবস্থা ছিল আরও খারাপ। ১৯ ওভারে বল হাতে শতরান দিয়েছেন শার্দুল। তাই কেপটাউনে ভারতীয় একাদশে কী দেখা যেতে পারে বাংলার মুকেশ কুমারকে ? ম্যাচ শুরুর আগে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।