রবিবারও কী প্রেমাদাসায় ভিলেন হবে বৃষ্টি ? কারণ, এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির পূর্বাভাস থাকছে। এদিন যদি ম্যাচ না হয়, তাহলে কী হবে ? সেক্ষেত্রে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। ঠিক যে ভাবে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল, এদিনের ফাইনালে সেই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ রবিবার যেখানে ম্যাচ শেষ হবে, সেখান থেকেই তা শুরু হবে।
আইসিসির নিয়ম হল, এক দিনের ম্যাচ হতে হলে, দু দলকে কমপক্ষে ২০ ওভার ব্যাট করতেই হবে। ম্যাচের প্রথম ইনিংসে বৃষ্টি হলে প্রথমে ওভার সংখ্যা কমিয়ে খেলা শেষ করার চেষ্টা করা হবে। দ্বিতীয় ইনিংসে বৃষ্টি হলেও ওভার সংখ্যা কমবে।
আরও পড়ুন : প্রেমাদাসায় আজ বড় ম্যাচ, বিশ্বকাপের আগে এশিয়া কাপ টার্গেট টিম ইন্ডিয়ার
তবে, রবিবারই প্রেমাদাসা ম্যাচ শেষ করার চেষ্টা করা হচ্ছে। বৃষ্টিতে সময় নষ্ট হলে প্রয়োজনে ২০ ওভারের ম্যাচ করার চেষ্টা করা হবে। তা-ও না হলে আসবে রিজার্ভ দিনের বিষয়টি। খেলা রিজার্ভ দিনে যাবে কী না, সেই সিদ্ধান্ত নেবেন দুই আম্পায়ার এবং ম্যাচ রেফারি।