মোতেরায় আজ আইপিএলের মেগা ফাইনাল (IPL Final 2022)। গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে নামবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। মহারণে এগিয়ে কোন দল। প্রথমবার আইপিএলে যোগ দিয়েই কি চ্যাম্পিয়ন হতে পারবে গুজরাট টাইটান্স! নাকি শেন ওয়ার্নকে (Shane Warne) শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর পর ফাইনাল জিতবে রাজস্থান রয়্যালস।
রবিবার আইপিএল ফাইনালে কি বাড়তি সুবিধা পাচ্ছে গুজরাট টাইটান্স! প্রথম কোয়ালিফায়ার জয়ের পর চারদিন বিশ্রাম পেয়েছে টিম। আবার ঘরের মাঠ মোতেরাতে ম্যাচ। রাজস্থান রয়্যালসদের থেকে কি মানসিকভাবে অনেকটাই এগিয়ে হার্দিক পান্ডিয়ারা! যদিও এই তত্ত্ব মানতে চাইছে না গুজরাট টাইটান্স। বরং এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস এই মাঠে খেলেছে। এবার আইপিএলে এটাই এই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ। তাই হার্দিকদের দাবি, ফাইনালে কিছুটা হলেও সঞ্জু স্যামসনরাই এগিয়ে।
আরও পড়ুন: আইপিএল সমাপ্তি অনুষ্ঠানে চাঁদের হাট, মঞ্চ মাতাবেন রণবীর সিং, এ আর রহমান
আইপিএল ও দুইয়ের গেঁরো বড়ই অদ্ভুত। ২০১১ সাল থেকে আইপিএলে প্লে-অফ শুরু হয়েছে। তখন থেকেই দেখা গেছে, দুনম্বরে থাকা টিম যেভাবেই হোক ফাইনালে উঠবে। এবারও সেই ধারা বজায় রাখল রাজস্থান রয়্যালস। আইপিএলের পয়েন্ট টেবিলে ২ নম্বরে শেষ করেছিল রাজস্থান রয়্যালস। প্রথম কোয়ালিফায়ারে হারলেও আরসিবিকে হারিয়ে ফাইনালে সঞ্জু স্যামসনরা।