নতুন কোচ নিয়ে এই মাসের শেষে শ্রীলঙ্কা যাবে ভারতীয় দল। হয়তো আগামী সিরিজের কথা ভেবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে রোহিত-বিরাটকেও। তাই নতুন কোচের সঙ্গে যেতে পারেন নতুন অধিনায়কও। কিন্তু প্রশ্ন হল ভারতের নতুন কোচের সঙ্গে সহকারি হিসাবে কাজ করবেন কারা ? কারণ, দ্রাবিড় জমানায় যাঁরা ছিলেন, তাঁদের চুক্তিকেও শেষ হয়ে গিয়েছে। তাই কী হবে টিম গৌতম গম্ভীর ?
যা ইঙ্গিত তাতে বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে। সেই তালিকায় ব্যাটিং কোচ হিসাবে রয়েছেন অভিষেক নায়ার। যিনি কেকেআরে গম্ভীরের সঙ্গে কাজ করছেন। বোলিং কোচ হিসাবে দৌড়ে রয়েছে লক্ষ্মীপতি বালাজি এবং জাহির খান। কানাঘুষো খবর টি দিলীপের বদলে গম্ভীরের দলের ফিল্ডিং করা হতে পারে জন্টি রোডসকে। ইতিমধ্যেই রোডসের কাছে প্রস্তাব গিয়েছে বোর্ডের তরফে।
তবে শ্রীলঙ্কা থেকে গম্ভীরের কাজ শুরু হলেও, ওয়াকিবহাল মহলের দাবি গৌতমের আসল চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। বছরের শেষে পুরো সিরিজ খেলতে ডাউন আন্ডারে যাবে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিত শর্মারা। টার্গেট থাকবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিক।