ভারতের কোচের দৌড়ে আরও একটা নাম। গৌতম গম্ভীরের সঙ্গে সেই নাম এবার ভাসিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে ভাজ্জির বাজি আশিস নেহরা। বিদেশি নয়, দেশীয় কোচেই ভরসা ভারতীয় ক্রিকেট বোর্ডের। আর বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হরভজন।
এক সাক্ষাৎকারে হরভজনের পরামর্শ, কোচ যেই হোন না কেন, দলের সঙ্গে তাঁকে মিশে কাজ করতে হবে। আর এই কাজে গম্ভীরের থেকে নেহরা অনেক বেশি কার্যকর বলেই দাবি করেছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার। তিনি কি এই দৌড়ে রয়েছেন ? সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে হরভজন জানিয়েছেন, তিনি এই দৌড়ে নেই। কারণ, তিনি এখনও নিজেকে কোচ হওয়ার জন্য তৈরি করতে পারেননি।
পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে রোহিত শর্মাদের অভিযান। বিশ্বকাপ শেষের পরেই ঘোষণা করা হবে ভারতের নতুন কোচের নাম। বোর্ডের দাবি, অনেক নাম ইতিমধ্যেই তাদের কাছে এসেছেন। তবে সূত্রের দাবি, বিরাটদের কোচ হওয়ার দৌড়ে এখনও পর্যন্ত এগিয়ে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর।