ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধানের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন চেতন শর্মা। গোপন ক্যামেরায় মুখ খোলারই পরই কি ইস্তফা! নাকি আরও কারণ আছে। বোর্ড সূত্রে খবর, তিনজনের অপছন্দের পাত্র হয়ে উঠেছিলেন চেতন শর্মা। তাই নাকি সরে যেতে হয়েছে নির্বাচক প্রধানকে।
বিসিসিআইয়ের এক আধিকারিক জানান, দল নিয়ে মুখ খোলায় চেতনের উপর আস্থা হারান কোচ রাহল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। চটেছিলেন আরও এক অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। বোর্ড সূত্রে খবর, স্টিং অপারেশনে এভাবে দলের অন্দরের কথা বলাই কাল হয়েছে। বোর্ডের এক আধিকারিকের মতে, ও যা বলেছে, তার পর দলের সঙ্গে থাকার মুখ নেই ওর।
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারাল বাংলা, তৃতীয় সেশনে বড় পার্টনারশিপই লক্ষ্য
কিছুদিন আগেই একটি টেলিভিশন চ্যানেলের গোপন ক্যামেরায় চেতন শর্মা সৌরভ ও বিরাট নিয়ে মুখ খোলেন। রোহিত ও বিরাটের সম্পর্ক নিয়েও মুখ খোলেন। বুমরা সুস্থ না থেকেও ইঞ্জেকশন নিয়ে খেলতে নেমেছিলেন বলেও দাবি করেন তিনি।