আগামী দু মাস তাঁর ফোকাসে শুধুই আইপিএল। আরসিবি ক্যাম্পে যোগ দিয়েই একথা জানালেন বিরাট কোহলি। সোমবার পিঠে ড্যাডি লেখা টি-শার্ট পরেই বেঙ্গালুরুতে যোগ দেন তিনি। আর ক্যাম্পে যোগ দিয়েই খোঁচা দিলেন ভারতীয় সংবাদমাধ্যমকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ পাঁচটি টেস্ট খেলেননি বিরাট। প্রাথমিক ভাবে প্রথম তিনটি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পরবর্তী সময়ে পুরো সিরিজ থেকেই সরে দাঁড়ান। এরপর বিভিন্ন সংবাদপত্রে বিরাটকে নিয়ে সমালোচনা করা হয়।
এদিন বেঙ্গালুরুতে বিরাট জানিয়েছেন, আগামী কয়েকদিন আরসিবিকে নিয়ে তিনি ভাববেন। এবার তাঁদের ভক্তরা ট্রফির জন্য মুখিয়ে রয়েছেন। অপেক্ষায় থাকবে মিডিয়াও। কারণ, তারা সবসময় তাঁকে খুঁজে বেরান।
বিরাট জানিয়েছেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দারুণ আছেন। একটা সাধারণ জীবন যাপন করার সুযোগ পেয়েছিলেন, প্রায় দু-মাস। তবে শেষ পর্যন্ত মাঠে ফিরে তিনি খুশি। ২২ মার্চ শুরু হবে আইপিএল। প্রথম ম্যাচেই মাঠে নামবে আরসিবি।