মঙ্গলবার থেকে শুরু বক্সিং ডে টেস্ট। তার জন্য তৈরি সেঞ্চুরিয়ান। পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জিতে ফুটছে টিম ইন্ডিয়াও। কিন্তু তার মধ্যেই হঠাৎ করে উঠল কেন ইশান কিষাণের টেস্ট ম্যাচ না খেলে দেশে ফিরলেন সেই প্রশ্ন ? ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ইশান জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরতে চান। কিন্তু বোর্ডের একটি সূত্র মারফৎ এক জাতীয় সংবাদমাধ্যমের দাবি, টানা ক্রিকেটের ধকল নিতে পারছেন না ভারতীয় এই উইকেট কিপার।
ইতিমধ্যেই ইশানের বদলি হিসাবে শিখর ভারত দক্ষিণ আফ্রিকা গিয়েছেন। কিন্তু বোর্ডের একাংশ থেকে দাবি করা হয়েছে, সিরিজ শুরুর আগেই ইশান অনুরোধ করেছিলেন, তিনি টেস্ট সিরিজ না খেলেই ফিরতে চান। কারণ, তিনি বিশ্রাম চান। যদিও বোর্ডের তাদের বিবৃতিতে ইশানের ফিরে আসার ঘটনায় ব্যক্তিগত কারণকেই উল্লেখ করেছে।
এই বছর প্রতিটি সিরিজে ভারতীয় দলে থাকলেও, নিয়মিত ছিলেন না ঝাড়খণ্ডের এই ক্রিকেটার। বদলি হিসাবে যে টুকু সুযোগ পেয়েছিলেন, সেই টুকু কাজে লাগিয়েছিলেন। প্রাক্তনদের মতে, টানা এক বছর ক্রিকেট যদি মানসিক চাপের কারণ তৈরি করে, তাহলে ইশানের দক্ষতা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ, তাঁর সমসামিয়করা এর থেকে বেশি ক্রিকেট খেলছেন এবং পারফরম্যান্স করছেন।