জল্পনা শেষ। পড়শি ত্রিপুরার হয়েই মাঠে নামছেন ভারতের উইকেট কিপার ঋদ্ধিমান সাহা। একইসঙ্গে সামলাবেন মেন্টরের দায়িত্ব। শুক্রবার ত্রিপুরার জন্য সরকারি ভাবে চুক্তিতে সই করেছেন ঋদ্ধি। তিনি জানিয়েছেন, এখনও ত্রিপুরার ক্রিকেট সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তবে তাঁর টার্গেট থাকবে ত্রিপুরার ক্রিকেটের ধাপে ধাপে উন্নতি করা। সেইসঙ্গে রাজ্য থেকে নতুন ক্রিকেটার তুলে আনা। তবে জাতীয় দলে খেলার ব্যাপারে এখনও আশা দেখছেন ভারতের এই উইকেট কিপার। তাঁর আশা, একবার তিনি ফের ডাক পাবেন।
গত শনিবার সরকারি ভাবে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধিমান সাহা। সিএবিতে এসে নিয়ে গিয়েছিলেন নো অবজেকশন সার্টিফিকেট। সিএবি কর্তারা তাঁকে একবার বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা সফল হননি। তারপর থেকেই ঋদ্ধি কোন রাজ্যে যাচ্ছেন, তা নিয়ে শুরু হয় জল্পনা। ভেসে ওঠে ত্রিপুরার নাম। যেখানে ক্রিকেটার ও মেন্টর দুটি ভূমিকাতেই তাঁকে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়ায়। সেই গুঞ্জনের অবশেষে ইতি পড়ল।
এক সপ্তাহের মধ্যেই সব ঠিকঠাক করে ফেললেন ঋদ্ধি। বেশ কয়েকটি রাজ্যের ক্রিকেট সংস্থার সঙ্গে কথাবার্তা হলেও, তাঁকে নেওয়ার ক্ষেত্রে ত্রিপুরার পাল্লাই যে ভারী, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। শুক্রবার সরকারি ভাবে পড়শি রাজ্যের ক্রিকেট সংস্থায় নাম লেখালেন ঋদ্ধি।