ইডেনেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ? কারণ আইসিসি সূত্রে খবর, আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে ভারতে আসতে রাজি হলেও পিসিবি স্থান নির্বাচন নিয়ে এখনও কিছুটা দোটানায় রয়েছে। সেক্ষেত্রে তাঁদের মাথায় কলকাতা এবং চেন্নাই। পিসিবি সূত্রে খবর, এই দুই শহরের আতিথেয়তায় সবচেয়ে খুশি পাক ক্রিকেটাররা। ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি ওই দুই শহরের কোন এক জায়গায় খেলতে পাক ক্রিকেটারদের আপত্তি নেই। উল্লেখ্য, আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলি হবে ভারতের মোট ১২টি শহরে।
জানা গিয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে ন’টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। কিন্তু পাকিস্তানকে পছন্দের ভেন্যুতে ম্যাচ দিতে গেলে কলকাতা এবং চেন্নাইতে ন’টি ম্যাচ ভাগ করতে হবে। সেক্ষেত্রে অন্য রাজ্যের ক্রিকেট সংস্থাগুলির আপত্তির একটা বিষয় রয়েই যায়। অন্যদিকে, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচ আমদাবাদ স্টেডিয়ামে করাতে চাইছে। কারণ, ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসনের ওই স্টেডিয়ামে এই ম্যাচ হলে বাণিজ্যিকভাবে লাভের মুখ দেখবে তারা। সবমিলিয়ে এখনও ম্যাচ ভেন্যু নিয়ে বিশবাঁও জলে পাকিস্তান।