খুব কাছে এসেও ছুঁয়ে দেখা হল না। এই এশিয়া কাপে সবই ঠিক চলছিল। কিন্তু একটা বাংলাদেশ ম্যাচ যেন সব অঙ্ক ঘেঁটে দিল। তাই রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জিতলেও, বিশ্বকাপের আগে একদিনের ক্রিকেটে এক নম্বর হওয়া হচ্ছে না রোহিত শর্মাদের।
অঙ্ক ছিল দুটো, এক এশিয়া কাপের সুপার ফোরে সবকটি ম্যাচ জিততে হবে ভারতকে। আর দুই, অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে অস্ট্রেলিয়াকে হারতে হবে। দ্বিতীয়টি সম্ভব হয়েছে। কিন্তু যাবতীয় ছক ভেস্তে দিয়েছে শুক্রবার ভারতের ছয় রানে হারের ঘটনা।
এই ঘটনার ফলে অস্ট্রেলিয়া, পাকিস্তানের পরে এখন একদিনের ক্রিকেটে তৃতীয় স্থানে টিম ইন্ডিয়া। যদিও টেস্ট এবং টি-টোয়েন্টিতে এক নম্বরে ভারত। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে চুনকাম করতে পারলে ফের এই সুযোগ আসতে পারে রোহিত শর্মাদের সামনে।