ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কী দেখা যাবে বুম বুম বুমরাকে ? জোড় গলায় একথা এখনও কেউ বলতে পারছেন না। কারণ, মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে তিনি বল করতে পারবেন কীনা, সেই ব্যাপারে এখনও কোনও ছাড়পত্র আসেনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে। বেঙ্গালুরুর কর্তাদের ধীরে চল নীতিতে বুমরাকে নিয়ে উদ্বেগ বাড়ছে মু্ম্বইয়ের। কারণ, ভারতীয় এই ক্রিকেটারের মাঠে ফেরার সব কিছু নির্ভর করছে এনসিএ-এর চিকিৎসকদের রিপোর্টের উপরেই। যদি শেষ পর্যন্ত ছাড়পত্র আসে, তাতেও বুমরা যে সব ম্যাচ খেলবেন এমন নয়। বিশ্বকাপের আগে ফিটনেস দেখতে তাঁকে হয়তো বেছে বেছে ম্যাচ খেলানো হতে পারে। এখন সেই সবুজ সিগন্যালের অপেক্ষায় মুম্বই দল।
গত বছরের সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলছেন বুমরা। বছর ঘুরলেও তাঁর মাঠে নামা হয়নি। মাঝখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুমরার নাম ঘোষণা করে মুখ পুড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। কার নির্দেশে বুমরাকে দলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা রজার বিনি, জয় শাহদের বোর্ডে তা এখনও অজানা।
ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে ভারত। আর এই টুর্নামেন্টে বুমরাকে প্রয়োজন। তাই কী এনসিএ কর্তাদের ধীরে চল নীতি ? সেই কারণেই কী বুমরার আইপিএল খেলার উপর কার্যত নিষেধাজ্ঞা বজায় রাখা হচ্ছে। আইপিএল শেষ হলে এশিয়া কাপ হবে। সেই টুর্নামেন্ট আবার কোথায় হবে, তা-ও অজানা। ভারতে হলে পাকিস্তান খেলবে না, আবার পাকিস্তানে হলে ভারত যাবে না। তা-হলে বিশ্বকাপের আগে বুমরার ফিটনেস পরীক্ষা কোথায় হবে ?
আইপিএল হল এমন এক জায়গা, সেখানে বুমরাকে পরখ করে দেখে নেওয়া যেতে পারে। কিন্তু এত দ্রুত বুমরাকে মাঠে নামাতে সায় নেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কর্তাদের। কারণ, ঘরের মাঠে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অস্ত্রকে হুট করে মাঠে নামিয়ে দিতে নারাজ বেঙ্গালুরুর চিকিৎসকের দল।