আগামী বছর থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল। এমনই জানালেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই মহিলাদের T20 ক্রিকেট লিগ করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানাদের।
জানা গিয়েছে, রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে এই নিয়ে একটি ইমেল পাঠিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের সেই মেলে সৌরভ লিখেছেন, "বহু প্রতীক্ষিত মেয়েদের আইপিএল নিয়ে কাজ শুরু করেছে বিসিসিআই। আগামী বছর প্রথম মরুশুম শুরু হতে পারে। পরবর্তীকালে আরও বিশদে জানানো হবে।"
মহিলাদের আইপিএল কবে হবে, এই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে চর্চা। অবশেষে মেয়েদের লিগ নিয়ে সৌরভের বক্তব্যে অনেকটাই আশার আলো। মহিলাদের আইপিএলের পাশাপাশি মেয়েদের অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্টও চালু করতে চলেছে বোর্ড। বোর্ডের মেলে সৌরভ লেখেন, "বিশ্বক্রিকেটে মেয়েদের ক্রিকেটে উন্নতি করছে। এই টুর্নামেন্ট আন্তর্জাতিক স্তরের আরও প্রতিভা খুঁজে আনবে।"